০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের পাশে একলা পড়ে থাকা হাতি শাবকটি ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

রাঙ্গামাটির রাজস্থলী সড়কে পাশে পড়ে থেকে উদ্ধার হওয়া হাতি শাবকটি দুই দিন ধরে বনের গহীন অরণ্যের ঘুরতে থাকা হাতি শাবকটি অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে।গত মঙ্গল বার সকালে এটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।
বন বিভাগ সূত্র জানা যায়, গত সোমবার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া চিতা খোলা নামক এলাকায় সড়কে পাশে একটি হাতি শাবকটি কাদামাটিতে আটকে পড়ে আছে। খবর পেয়ে রাজস্থলী রেন্জ ও রাইখালী রেন্জের কর্মকর্তারা উদ্ধার করে খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে পরে গাড়িতে তুলে চকোরিযা ডুলা হাজারা সাফারী পার্কে নিয়ে আসে বন বিভাগ।
এ বিষয়ে রাজস্থলী রেন্জ কর্মকর্তা তুহিন ও রাইখালি রেঞ্জের কর্মকর্তা হাসান বলেন, দুই দিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেন, মানুষের তারা খেয়ে হাতি শাবক টি হার্ড এটক করেছে। শাবকটি অবস্থা এতে ভালো না যে কোন সময় মারা যেতে পারে।
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

সড়কের পাশে একলা পড়ে থাকা হাতি শাবকটি ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

আপডেট সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
রাঙ্গামাটির রাজস্থলী সড়কে পাশে পড়ে থেকে উদ্ধার হওয়া হাতি শাবকটি দুই দিন ধরে বনের গহীন অরণ্যের ঘুরতে থাকা হাতি শাবকটি অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে।গত মঙ্গল বার সকালে এটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।
বন বিভাগ সূত্র জানা যায়, গত সোমবার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া চিতা খোলা নামক এলাকায় সড়কে পাশে একটি হাতি শাবকটি কাদামাটিতে আটকে পড়ে আছে। খবর পেয়ে রাজস্থলী রেন্জ ও রাইখালী রেন্জের কর্মকর্তারা উদ্ধার করে খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে পরে গাড়িতে তুলে চকোরিযা ডুলা হাজারা সাফারী পার্কে নিয়ে আসে বন বিভাগ।
এ বিষয়ে রাজস্থলী রেন্জ কর্মকর্তা তুহিন ও রাইখালি রেঞ্জের কর্মকর্তা হাসান বলেন, দুই দিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেন, মানুষের তারা খেয়ে হাতি শাবক টি হার্ড এটক করেছে। শাবকটি অবস্থা এতে ভালো না যে কোন সময় মারা যেতে পারে।