কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীর দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনায় এক বন্য হাতির মর দেহ পাওয়া গেছে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করছেন, হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে মারা গেছে। তবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থল ও আশপাশে কোনো ফাঁদের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বুধবার, ১২ ফেব্রুয়ারি, সকালে ফাঁসিয়াখালী রেঞ্জের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, উদ্ধার করা হাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক ৪৫ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত করেছেন। মৃত্যুর কারণ জানতে হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
গত ৫ জানুয়ারি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা এলাকায় বাচ্চা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে একটি মা হাতির মৃত্যু হয়। এর পর গত ১৮ জানুয়ারি হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় ৮-১০ বছর বয়সী আরও একটি হাতির মরদেহ পাওয়া যায়।






















