ফেনীর আলোচিত শিশু আহনাফ আল মাঈন নাশিত (১০) এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকালে আদালতে তোলার জন্য আসামীদের কোর্ট হাজতে আনা হয়।
মানববন্ধনে নির্মম এই হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন নিহত নাশিতের স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বিকেলে ফেনীতে নিখোঁজের চারদিন পর ফেনী পৌর এলাকার দেওয়ানগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশু নাশিতের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আশরাফ হোসেন তুষার (২০), মোঃ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করে।





















