প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর শাখা খালে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। প্রায় ১৫ কেজি ওজনের মৃত ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালের মজিদাপাড়া থেকে এ মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক সুরতহাল করে মাটিচাপা দেন উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মী, নৌ পুলিশ ও হালদা রিসার্চ ল্যাবরেটরীর স্বেচ্ছাসেবকদল।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি কাগতিয়া খালের ৩ কিলোমিটার দূরে নদীর বিনাজুরী এলাকা থেকে আরেকটি ডলফিন উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত ৬ বছরে হালদা থেকে ৪৫টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। আর চলতি বছরে হালদায় মারা যাওয়া দ্বিতীয় ডলফিন এটি।
হালদা বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডলফিনটি চার থেকে পাঁচ দিন আগে মারা গেছে। এ কারণে ডলফিনের কিছু অংশ পচে গেছে। কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে শাখা খালে। নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
শিরোনাম
হালদার শাখা খালে ভেসে উঠল মৃত ডলফিন
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 100
জনপ্রিয় সংবাদ






















