১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় গারু চু‌রির অ‌ভি‌যো‌গে গণ‌টিু‌নি‌তে দুই যুবক নিহত

ভোলায় রা‌তের আধাঁ‌রে গরু চু‌রির অ‌ভি‌যো‌গে দুই
যুবক গণ‌পিটু‌নি‌তে নিহত হ‌য়ে‌ছেন। নিহত হ‌লেন
নয়ন (৩০) ও মো: আ‌মির হো‌সেন (২৮)। এদর ম‌ধ্যে নয়ন
তজুম‌দ্দিন উপ‌জেলার বা‌লিয়া কা‌ন্দি গ্রা‌মে বা‌সিন্দা ও
আ‌মির হো‌সের বোরহানউ‌দ্দির উপ‌জেলার খাসমহল এলাকার
বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।
বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারী) ভো‌র রা‌তের দি‌কে ভোলার
তজুম‌দ্দিন উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর
ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে।
পু‌লিশ ও স্থানীয়রা জানান, আজ ভোর রা‌তের দি‌কে
সোনার ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকার
আব্দুল খা‌লে‌কের বা‌ড়ি‌তে থে‌কে গরুর চু‌রির সময়
হা‌তেনা‌তে ধ‌রা পরেন ওই দুইজন‌। প‌রে গরুর মা‌লিক আব্দুল
খা‌লে‌কের প‌রিবা‌রের ডাক‌চিৎক‌ি‌রে স্থানীয়রা ছু‌টে
এ‌সে নয়ন ও আ‌মির হো‌সেন‌কে গণ‌পিটু‌নি দেন। এ‌তে
ঘটাস্থ‌লেই তারা দুইজন মারা যান। ত‌বে নিহত দুইজন
পেশাদার গরু চোর বলে দাবী ক‌রেন স্থানীয়রা।
তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো ঃ
আবদুল্লা আল মামুন জানান, খবর পে‌য়ে পুলিশ
ঘটনাস্থলে পৌছেন এবং দুই যুবককে তজুম‌দ্দিন
হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে চিকিৎসক তাদের
মৃত ঘোষনা করেছেন। নিহতদের লাশ ময়না তদ‌ন্তের জন‌্য
ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হয়েছে।
এছাড়াও পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে ব‌লে জানান তি‌নি।

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

ভোলায় গারু চু‌রির অ‌ভি‌যো‌গে গণ‌টিু‌নি‌তে দুই যুবক নিহত

আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ভোলায় রা‌তের আধাঁ‌রে গরু চু‌রির অ‌ভি‌যো‌গে দুই
যুবক গণ‌পিটু‌নি‌তে নিহত হ‌য়ে‌ছেন। নিহত হ‌লেন
নয়ন (৩০) ও মো: আ‌মির হো‌সেন (২৮)। এদর ম‌ধ্যে নয়ন
তজুম‌দ্দিন উপ‌জেলার বা‌লিয়া কা‌ন্দি গ্রা‌মে বা‌সিন্দা ও
আ‌মির হো‌সের বোরহানউ‌দ্দির উপ‌জেলার খাসমহল এলাকার
বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।
বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারী) ভো‌র রা‌তের দি‌কে ভোলার
তজুম‌দ্দিন উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর
ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে।
পু‌লিশ ও স্থানীয়রা জানান, আজ ভোর রা‌তের দি‌কে
সোনার ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকার
আব্দুল খা‌লে‌কের বা‌ড়ি‌তে থে‌কে গরুর চু‌রির সময়
হা‌তেনা‌তে ধ‌রা পরেন ওই দুইজন‌। প‌রে গরুর মা‌লিক আব্দুল
খা‌লে‌কের প‌রিবা‌রের ডাক‌চিৎক‌ি‌রে স্থানীয়রা ছু‌টে
এ‌সে নয়ন ও আ‌মির হো‌সেন‌কে গণ‌পিটু‌নি দেন। এ‌তে
ঘটাস্থ‌লেই তারা দুইজন মারা যান। ত‌বে নিহত দুইজন
পেশাদার গরু চোর বলে দাবী ক‌রেন স্থানীয়রা।
তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো ঃ
আবদুল্লা আল মামুন জানান, খবর পে‌য়ে পুলিশ
ঘটনাস্থলে পৌছেন এবং দুই যুবককে তজুম‌দ্দিন
হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে চিকিৎসক তাদের
মৃত ঘোষনা করেছেন। নিহতদের লাশ ময়না তদ‌ন্তের জন‌্য
ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হয়েছে।
এছাড়াও পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে ব‌লে জানান তি‌নি।