নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নে ৭০০ হেক্টর জমিতে পিয়াজ উৎপাদিত হয়েছে বলে কৃষি অফিস সুত্রে জানা গেছে। সুত্রমতে কুন্দ পিয়াজ (পাতাসহ পিয়াজ) ৪৭০ হেক্টর এবং চারা পিয়াজ ২৩০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। ৫নং কোলা ইউনয়নের মোঃ এজোয়ার হোসেন টুকু, মোঃ ফজলুর রহমান সহ কতিপয় কৃষক বলেন, প্রতি বিঘা জমিতে পিয়াজ উৎপান খরচ পড়েছে ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা। তারা আরও জানান প্রতি বিঘার জন্য শুধু পিয়াজ বীজ ক্রয় করতে ৮ থেকে ১০ হাজার টাকা লেগেছে। এছাও তারা বলেন প্রতি বিঘায় ৫০ থেকে ৬০ মন করে পিয়াজের ফলন হয়েছে এবং বর্তমান হাট বজারে ৯শত টাকা থেকে ১১০০/- টাকা মন দরে পিয়াজ বেচা কেনা করা হচ্ছে। এতে করে কৃষকের লাভ না হয়ে বরং লোকশান হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, এবার প্রতি হেক্টর জমিতে ২০ থেকে ২৫ টন হারে পিয়াজের ফলন হয়েছে। তিনি আরও বলেন বর্তমানে হাট বাজারে ১৫ টাকা থেকে ২০ টাকা কেজি দরে পাইকারী পিয়াজ ও খুরচা ৩০ টাকা কেজি দরে পিয়াজ বেচা কেনা করা হচ্ছে।
শিরোনাম
বদলগাছীতে ৭০০ হেক্টর জমিতে পিয়াজ উৎপানঃ দাম কম হওয়ায় কৃষক হতাশ
-
বদলগাছী প্রতিনিধি - আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 155
জনপ্রিয় সংবাদ






















