০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে সডকদুঘটনা নিহত ৬ জনের পরিচয় মিলেছে

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ছয়জনের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুর্ঘটনাস্থল ও ফেনী জেনারেল হাসপাতালের মর্গে যান ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। জেলা প্রশাসক সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় অবস্থান করলেও এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনকাজের জন্য মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হবে।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতরা হলেন-ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, নোয়াখালী জেলার হাতিয়ার জুবায়ের (৩৫)। ভোলা জেলার মনপুরা থানার নিহত মতিন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

ফেনীতে সডকদুঘটনা নিহত ৬ জনের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ছয়জনের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুর্ঘটনাস্থল ও ফেনী জেনারেল হাসপাতালের মর্গে যান ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। জেলা প্রশাসক সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় অবস্থান করলেও এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনকাজের জন্য মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হবে।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতরা হলেন-ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, নোয়াখালী জেলার হাতিয়ার জুবায়ের (৩৫)। ভোলা জেলার মনপুরা থানার নিহত মতিন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।