০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে ইবি সিআরসির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ী পথশিশুদের উপহার সামগ্রী হিসেবে বই, রং পেন্সিল ও কলম দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুলের পরিচালক সাইফুল ইসলাম ছাড়াও অন্যান্য সদস্যরা। এসময় শিক্ষার্থীরা চিত্রের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা ফুটিয়ে তোলে।

সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাব। সিআরসি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “সিআরসি সবসময় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। আমরা চাই তারা যেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিয়েছি।”

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

মাতৃভাষা দিবসে ইবি সিআরসির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ী পথশিশুদের উপহার সামগ্রী হিসেবে বই, রং পেন্সিল ও কলম দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুলের পরিচালক সাইফুল ইসলাম ছাড়াও অন্যান্য সদস্যরা। এসময় শিক্ষার্থীরা চিত্রের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা ফুটিয়ে তোলে।

সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাব। সিআরসি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “সিআরসি সবসময় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। আমরা চাই তারা যেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিয়েছি।”