নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে দ্বন্দ্বে বাংলা সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরী কন্যা লামিয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
নিজ বাড়িতেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী।
তিনি দাবি করেছেন, জমিসংক্রান্ত ঘটনায় সোনারগাঁয়ে নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন তিনি। তবে এ ঘটনায় তার পাঁ ভেঙে গেছে। তবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।
শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি পৌরসভার দত্তপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন লামিয়া। লাইভে দেখা যায়, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পাঁ দেখিয়ে বলেন, পাঁ ভেঙে ফেলেছে ওরা। তার পাঁ ফোলা দেখা যায়।
এছাড়াও ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসও দেন লামিয়া। এ তারকা কন্যা লেখেন, আমার পাঁ ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।
অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?
জানা যায়, সোনারগাঁ পৌরসভা দত্তপাড়া এলাকায় অভিনেত্রী দিতির বসত বাড়ি রয়েছে। সেখানে তার ভাই ও বোনরা বসবাস করে থাকেন। তাদের বসতবাড়ি ও আশপাশে সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েকবছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দিতির ভাই টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে টিপুর স্ত্রী স্থানীয় বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালান। তখন দখল চেষ্টাকালে দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাঁধা প্রদান করে।
লামিয়ার গাড়িতে দখলদাররা হামলা চালিয়েছে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। একপর্যায়ে উভয়ে ধস্তাধস্তির করাকালীন সময়ে লামিয়ার পাঁয়ে ইটের আঘাত লাগে।
তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, জমিসংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে প্রীতির ওপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতির পাঁচ ভাই ও তিন বোন। তাঁর ৪ নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় ৯ বছর আগে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার লামিয়ার নানাবাড়িতে জমি নিয়ে বিচার-সালিস বসানো হয়। সালিসে লামিয়ার পক্ষে ঢাকা থেকে আসা কয়েকজন ছিলেন।
অপর দিকে লামিয়ার মামির পক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন। সালিসের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। লামিয়ার ওপর হামলায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, ‘আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত না। মহিলারা মহিলারা এইটা করছে। আমিও গিয়েছি ঘটনার অনেক পরে। সেখানে গিয়ে শুনেছি, লামিয়া লোকজন নিয়ে তাঁর মামিকে মারধর করেছেন।’ তবে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানান, হামলার ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।






















