০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশে লিচু বাগান থেকে ইব্রাহিম মিয়া (৯) নামে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া বৈদ্যেরবাজার গাজী আক্তারুজ্জামান মিল্লাতুল মাদ্রাসায় পড়াশোনা করত।  শুক্রবার বিকেলে সে তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ সন্ধ্যার সময় সে বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয়। এ ঘটনায় অনেক খোঁজাখুজির পর নিহতের বাবা মহব্বত আলী বাদি হয়ে শুক্রবার রাতেই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাত ১১ টার দিকে নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে, এ বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পিতা মহব্বত আলী জানান,  শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পান নি। পরে রাত ১১ টার দিকে বাড়ির পাশে লিচু বাগানে এলাকাবাসী পড়নের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এদিকে খবর পেয়ে রাতেই নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, ওসি মোহাম্মদ আব্দুল বারী ও ওসি তদন্ত রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহত মাদ্রাসা ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

সোনারগাঁয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশে লিচু বাগান থেকে ইব্রাহিম মিয়া (৯) নামে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া বৈদ্যেরবাজার গাজী আক্তারুজ্জামান মিল্লাতুল মাদ্রাসায় পড়াশোনা করত।  শুক্রবার বিকেলে সে তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ সন্ধ্যার সময় সে বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয়। এ ঘটনায় অনেক খোঁজাখুজির পর নিহতের বাবা মহব্বত আলী বাদি হয়ে শুক্রবার রাতেই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাত ১১ টার দিকে নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে, এ বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পিতা মহব্বত আলী জানান,  শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পান নি। পরে রাত ১১ টার দিকে বাড়ির পাশে লিচু বাগানে এলাকাবাসী পড়নের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এদিকে খবর পেয়ে রাতেই নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, ওসি মোহাম্মদ আব্দুল বারী ও ওসি তদন্ত রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহত মাদ্রাসা ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।