জামালপুরে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১ এর চৌকস সদস্যরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় জেলা পৌর শহরের মনিরামপুর মেডিকেল কলেজ রোড জামতলা চৌ-রাস্তার মোড় হতে দুই কেজি ছয়শত গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ তথ্য জেলা পুলিশের ভেরিফাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বি-বাড়ীয়া জেলার কসবা থানার বায়েক (পূর্ব-দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হরেন্দ্র সরকারের ছেলে মদন সরকার (২৮), জামালপুর পৌরসভার বাগের হাটা (নামাপাড়া) মৃত মুক্তার বেপারীর ছেলে মো. ফজলু (৩৬)।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম সেবা) নির্দেশনায় এসআই মো. আসাদুজ্জামানর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ উক্ত মাদক কারবারিদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার কথা স্বীকার করে এবং উক্ত ঘটনায় নিয়মিত মামলা রজু পূর্বক আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।






















