ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫৮ লক্ষ টাকা চাঁদা আদায় করে বিদেশ চলে যাওয়ার সময় বিমান বন্দর থেকে গ্রেফতার হয়েছে হারুন মিয়াজী নামে এক ধর্ষক।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন ও ০১টি মেমোরি কার্ড উদ্ধার করর হয়। যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, হারুনুর রশিদ প্রকাশ হারুন মিয়াজি (৩০) একই গ্রামের প্রাবাসিক স্ত্রীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ইতোপূর্বে কয়েক ধাপে নগদ টাকা ও ৮ ভরি স্বর্নলংকার সহ ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং উক্ত আপত্তিকর ভিডিওগুলো গৃহবধুকে দেখিয়ে তাকে একাধিকবার ধষর্ণ করে। গৃহবধুর স্বামীর প্রবাসে অর্জিত সমস্ত টাকা আত্মসাৎ করে। এছাড়া গৃহবধুকে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে হারুন মিয়াজিকে টাকা দিতে বাধ্য করে। সাম্প্রতি আবারো গৃহবধুর কাছে টাকা দাবী করলে গৃহবধূ অজ্ঞাত স্থানে পালিয়ে গিয়ে হারন মিয়াজিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
হারুনুর রশিদ উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের রফিকুল ইসলাম মিয়াজির ছেলে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ ধর্ষক হারুন মিয়াজিকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।






















