আজ বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫ সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সদরপুর মহিলা কলেজের সামনে বেপরোয়া গতির একটি অটোগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন মারা যায়।
নিহত ব্যাক্তি নাম মোস্তাফিজুর রহমান মাতুব্বর।তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে ও সদরপুর সরকারি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র।
জানাজায়,নিহত ব্যক্তি অটোগাড়ীতে করে সদরপুরে প্রাইভেট পড়তে আসার পথে সদরপুর মহিলা কলেজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।গাড়ীটি বেপোরোয়া গতিতে চালানের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পয়ত্রিশ ফুট নিচে খাদে পড়ে গেলে মাহফুজ গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।অন্য আরও চার যাত্রীর অবস্থা আশংকাজনক রয়েছে।
এ ব্যাপারে সদরপুর থানায় যোগাযোগ করা হলে তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে জানান।






















