চট্টগ্রাম-ফটিকছড়ির মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আরও উক্ত ঘটনায় একজন আহত হয়েছেন।
২৫ ফেব্রুয়ারি( মঙ্গলবার) ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আজম রোড রাস্তার মাথার হাইওয়ে পুলিশ থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকের হোসেনের মেয়ে রেহেনা আকতার ও ফটিকছড়ির উপজেলার নারায়ণহাট ইউনিয়নে মো. পারভেজ দুজন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. শাহেদ বলেন, ফটিকছড়ি সদরমুখী সিএনজি অটোরিকশা এবং হাটহাজারীমুখী টমটম এর সংঘর্ষে এক নারী ও যুবক মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।





















