ফেনীতে সংবাদ প্রকাশের জের ধরে ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এসময় সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচী নিয়ে সাংবাদিকরা রাজপথে নামবে। হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক হামলাকারীদের নাম প্রকাশ করার পরও কেন এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি এ বিষয়ে সাংবাদিকরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন। অবিলম্বে অপরাধী যে হোক না কেন তাদের গ্রেফতার করতে হবে। তারা যে দলেরই হোক না কেন আইনের হাতে সোপর্দ করতে হবে।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদারুল আলম,
দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক সংগ্রাম ফেনী সংবাদদাতা একেএম আবদুর রহীম, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক যায়যায় দিন ও আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ফেনী মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি এম এ সাঈদ খান, ফেনী ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁঞা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুর উল্যাহ কায়সার ও প্রচার সম্পাদক আলাউদ্দিন, ফেনী ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, ইন্ডিপেন্ডেন্ট ভিটির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ কামাল প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সাপ্তাহিক ফেনীর গৌরব প্রকাশক কামাল উদ্দিন ভূঁঞা, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর রবি নির্বাহী সম্পাদক নজির আহমদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এম এ জাফর, দৈনিক দেশরূপান্তর ফেনী প্রতিনিধি শফি উল্যাহ রিপন, এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক দিনকাল ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল, জিটিভি ফেনী প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী, দৈনিক ইনকিলাব ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।






















