গাজীপুরের শ্রীপুরে দুই বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক জমির হোসেন। কাঁচা স্ট্রবেরি ফলের রঙ সবুজাভ, পাকলে টকটকে লাল। আকর্ষণীয় রঙ, গন্ধ ও উচ্চ পুষ্টিমানের জন্য দিন দিন স্ট্রবেরি চাষ খুবই জনপ্রিয় হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়েও তা যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে জমির হোসেন বিগত দুই বছর যাবত স্ট্রবেরি চাষ করে আসছেন। সে পেশায় একজন কৃষক । তিনি এ বছর দুই বিঘা জমিতে ১৫ হাজার স্ট্রবেরি চারা রোপন করেছেন। প্রতিটি গাছেই ব্যাপক ফলন এসেছে। ফল বাজারজাত শুরু হয়েছে। ইতোমধ্যেই তিনি প্রায় ৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন। আরও ১৫ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। এক বছর আগে আপন ভাইয়ের বাগান দেখে এক বিঘা জমিতে চাষ শুরু করেন। প্রথম বছর লাভ না হলেও এবার ১০ লাখ টাকা লাভ হবে বলে জানান কৃষক জমির হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘স্ট্রবেরি উচ্চ ফলনশীল একটি ফসল। এটি চাষে বেকারত্ব দূর হতে পারে। শ্রীপুরে অনেক কৃষক স্ট্রবেরি চাষে আগের থেকে বেশি আগ্রহী হয়ে উঠছে। কৃষকরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো।’
শিরোনাম
শ্রীপুরে স্ট্রবেরি চাষে জমির হোসেনর সফলতা
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 60
জনপ্রিয় সংবাদ






















