০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রি ফায়ার গেমে আসক্তির কারণে সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোবাইল গেমে আসক্ত দেশের ছাত্র-যুবসম্প্রদায়, তাদের রুখবে কে? মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, তেমনই খারাপ দিকও রয়েছে। গেম, অতিরিক্ত ইন্টারনেট ও ফেসবুকে খারাপ দিকই বেশি। শিশু থেকে শুরু করে সব বয়সই মানুষ এখন মোবাইল ফোনে আসক্ত। বিশেষ করে পাবজি-ফ্রি ফায়ার গেমে আসক্ত স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও যুবসম্প্রদায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদরাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) খুনের ঘটনার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে ইব্রাহীম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে তার লাশ পাওয়া যায়। নিহত ইব্রাহিম মিয়া পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
তিনি বলেন, সোনারগাঁ পৌরসভার মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) তার আপন বড় ভাই দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (১৫) খুন করেছে। মূলত সাব্বির হোসেন মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস্ এ আসক্ত ছিল। ছোট ভাই ইব্রাহিম ফোন নিয়ে খেলা করায় ক্ষিপ্ত হয়ে সাব্বির হোসেন তাকে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে নিহতের পায়জামা গলায় পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মহব্বত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেন সাব্বির হোসেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের প্রতিটি পরিবারের সন্তানদের প্রতি অভিভাবকদের নজর দেয়া উচিত। তারা যেন মোবাইলে আসক্ত হয়ে না পড়ে।
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে তিতুমীর কলেজে সরস্বতী পূজা উদযাপন

ফ্রি ফায়ার গেমে আসক্তির কারণে সোনারগাঁয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
মোবাইল গেমে আসক্ত দেশের ছাত্র-যুবসম্প্রদায়, তাদের রুখবে কে? মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, তেমনই খারাপ দিকও রয়েছে। গেম, অতিরিক্ত ইন্টারনেট ও ফেসবুকে খারাপ দিকই বেশি। শিশু থেকে শুরু করে সব বয়সই মানুষ এখন মোবাইল ফোনে আসক্ত। বিশেষ করে পাবজি-ফ্রি ফায়ার গেমে আসক্ত স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও যুবসম্প্রদায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদরাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) খুনের ঘটনার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে ইব্রাহীম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে তার লাশ পাওয়া যায়। নিহত ইব্রাহিম মিয়া পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
তিনি বলেন, সোনারগাঁ পৌরসভার মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) তার আপন বড় ভাই দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (১৫) খুন করেছে। মূলত সাব্বির হোসেন মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস্ এ আসক্ত ছিল। ছোট ভাই ইব্রাহিম ফোন নিয়ে খেলা করায় ক্ষিপ্ত হয়ে সাব্বির হোসেন তাকে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে নিহতের পায়জামা গলায় পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মহব্বত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেন সাব্বির হোসেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের প্রতিটি পরিবারের সন্তানদের প্রতি অভিভাবকদের নজর দেয়া উচিত। তারা যেন মোবাইলে আসক্ত হয়ে না পড়ে।