নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ২৭ ফেবুয়ারী বৈকাল ৩ টায় খাদ্যবান্ধব কর্মসুচির ৭জন বিনা প্রতিদ্বন্দিতায় এবং ৮জন ডিলার লটারীর মাধ্যমে নিয়োগ করা হয় উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে। এসময় ৬৬টি জন আবেদন কারীর মধ্যে যাচাই বাচাই করে টিকে যাওয়া ৩৯ জন আবিদনকারীর মধ্যে লটারী না করে ৭ জন বিনা প্রতিদ্বন্দিতায় এবং ৮ জনকে কেন লটারীর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এমন অভিযোগ তোলেন আবেদনকারী সানোয়ার হোসেন, সানজাদ রয়েল সাগরসহ কতিপয় আবেদনকারী। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি উর্দ্ধতন কর্মকর্তার নিকট অভিযোগ করার জন্য অভিযোগকারীদের বলেন । উল্লেখ্য ইতিপুর্বে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের আবেদনের প্রেক্ষিতে ৬৬ টি আবেদন পত্র জমা পড়ে । যাচাই বাচাই অন্তে ৩৯ জন টিকে যান এবং এর মধ্য থেকে মিঠাপুর ইউনিয়নে এক জন বাদে ৮ টি ইউনিয়নে ১৫ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। নিয়োগে অনিয়ম ও দুর্নীতি জনিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে পুনরায় যাচাই বাচাই করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারীকে সচিব করে যাচাই বাচাই উপ কমিটি গঠন করা হয়। উপকমিটি যাচাই বাচাই করে ৩৬ জনের একটি তালিকা ২২/০১/২০২৫ তারিখে নির্বাহী অফিসারের নিকট জমা প্রদান করেন। এই ৩৬ জনের মধ্য থেকে রহস্যজনক ভাবে মথুরাপুর ইউনিয়নের মোঃ বদিউজ্জামান তালুকদার, পাহাড়পুর ইউনিয়নের মোঃ ওবাইদুল ইসলাম, মিঠাপুর ইউনিয়নের মোছাঃ সেলিনা আকতার, কোলা ইউনিয়নের মোঃ রুহুল আলম, বিলাশবাড়ী ইউনিয়নের মোঃ ইনসান ও মোঃ নান্নু রহমান, আধাইপুর ইউনিয়নের মোঃ ইউনুছার রহমানসহ ৭ জনকে বিনা প্রতিদ্বন্দিতায় ডিলার নিয়োগ দিয়ে লটারীর মাধ্যমে ৮জন ডিলার নিয়োগ করেন। বালুভরা ইউনিয়নে এক জনের আবার আবেদন আহবান করবেন বলে জানা যায় খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে। বিনা প্রতিদ্বন্দিতায় ৭ জনকে নিয়োগ দেওয়ার বিষয়ে উপ কমিটির সভাপতি ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ বলেন ৭ জনের বিপরীতে আবেদনকারীদের বৈধ্য কাগজ পত্র না থাকাই ৭ জনকে বিনা প্রতিদ্বন্দিতায় ডিলার হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিরোনাম
বদলগাছীতে ৭জন বিনা প্রতিদ্বন্দিতায় এবং ৮জন লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ
-
বদলগাছী প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 253
জনপ্রিয় সংবাদ






















