RIDE FOR GLORY’ এই বার্তাকে ধারণ করে কক্সবাজারে মেরিন ড্রাইভ রেইস-২০২৫ প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘RIDE FOR GLORY’ বার্তা ধারণ করে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার দরিয়ানগর প্যারাসোলিং পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফ জিরো পয়েন্ট পযন্ত সাইক্লিং করেন ৬টি ক্যাটাগরিতে দেশি-বিদেশি ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষ সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে করপোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান।
অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষের মধ্যে সেরা হয়েছেন যথাক্রমে Laura Turrini (ব্রাজিল) ও সৈয়দ মুবিন।
এ ছাড়া নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর অভিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজার এর ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে।






















