মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মানিকনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে জামাল খান (৪৫) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৭৫০০০/- জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মানিকনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ জনকে ৭৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এ দন্ড প্রদান করেন এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান,এ ধরনের অপরাধের সাথে কেহ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






















