চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) যশোর জেলা শাখার ভুয়া কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। ড্যাবের মূল ধারার নেতৃবৃন্দ ও সমর্থিত চিকিৎসকরা রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানিয়েছেন,
স্বৈরাচার সরকারের ১৬ বছরে চাকরিরত অবস্থায় যারা স্বাচিপ নেতৃবৃন্দের সাথে সখ্যতা রেখে চলেছেন তাদের অনেকে এখন ভোল পাল্টে সুবিধা আদায়ের চেষ্টা করছেন।
নিজেরা মনগড়া কমিটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান দিয়েছেন। অথচ ড্যাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যশোরে কোন কমিটির অনুমোদন দেননি। অসাধু কয়েকজন সুবিধাবাদী চিকিৎসক স্বার্থ হাসিলের জন্য ভুয়া কমিটি তৈরি করেছেন। তাদের এমন কর্মকান্ডে যশোর ড্যাবের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাদের বিতর্কিত কার্যক্রম কোনভাবে ড্যাবের মূল ধারার চিকিৎসকরা কখনো মেনে নেবেন না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত সরকারের আমলে যেসব চিকিৎসক ড্যাবকে চাঙ্গা রেখেছিলেন। যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদেরকে নিয়ে ড্যাবের স্বচ্ছ কমিটি গঠন করতে হবে। যারা আওয়ামী লীগ চিকিৎসক সংগঠন স্বাচিপ নেতৃবৃন্দের সাথে সখ্যতা রেখে চলেছেন এমন সুবিধাবাদীদের বয়কট করা উচিত।
পরীক্ষীত চিকিৎসক এহেতেশাম পরাগসহ মূলধারার চিকিৎসকদের নিয়ে ড্যাবের কমিটি গঠনের আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. শহিদুল ইসলাম রাহাত, ডা. ওবায়দুল কাদির উজ্জল, ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. রবিউল আলম, ডা. মনিরুজ্জামান, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. শাহাবুদ্দীন, ডা. সাইদুর রহমান প্রমুখ।






















