জামালপুরে অনিদিষ্টকালের জন্য বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস চালক শ্রমিক ইউনিয়ন (৮২২) ধর্মঘটের ডাক দিয়েছে।
জানা যায়, গত সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজিব বাস বন্ধ ও বাস সার্ভিস সংস্কার দাবীতে শহরের জামালপুর-টাঙ্গাইল বাসস্ট্যান্ডের নতুন বাইপাস মোড়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন করার সময় ছাত্রদের সাথে বাস শ্রমিকদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক গুরুতর আহত হলে বাস টার্মিনালে সাংবাদিকদের উপস্থিতিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেন।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে পৌর ও জামালপুর-টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। অনেক যাত্রী বাস টার্মিনালে এসে বাস চলাচল বন্ধ দেখে বিকল্প রাস্তায় ট্রেন ও সিএনজিতে ধনবাড়ী এবং ময়মনসিংহ গিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করবে এমনটাই জানায়।
যাত্রীরা জানান, আমরা জানি না বাস চলাচল বন্ধ। টার্মিনালে এসে দেখি কোন বাস ছেড়ে যাচ্ছে না। অনিদিষ্টকালে ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছি। এখন আমরা চিন্তা করছি কেমনে ঢাকা যাবো।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, গত সোমবার বাস টার্মিনালের সামনে সড়ক আটকে কিছু ছেলে-মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করছিল। আমরা ছাত্রদের রাস্তা ছেড়ে দিয়ে আমাদের অফিসে এসে কি তাদের দাবী-দাওয়া এই বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেই। তারা প্রস্তাব না মেনে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। এসময় আমাদের একজন শ্রমিককে তারা আহত করেছে। আপনারা জানেন আমাদের একটি রাজিব বাস দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে এর প্রতিবাদে এবং আমাদের বাস, স্টাফদের জান-মালের নিরাপত্তার দাবিতে গতকাল বিকাল থেকেই মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে কোন রোডে আমাদের বাস-মিনিবাস ছেড়ে যায়নি। আমরা আজকে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রত্যেকটি অফিসে স্মারকলিপি প্রধান করবো।






















