ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই পদত্যাগপত্র দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বলেন, আনুমানিক চার মাস পূর্বেই আমি পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। কি অদৃশ্য কারনে আমার পদত্যাগ পত্রটি গ্রহন করা হয়নি আমার জানা নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি- এই পদে দায়িত্ব পালনে আমার কোন ব্যক্তিগত স্বার্থ নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিক ভাবেই অনেকবার বলেছিলাম আমি এই দায়িত্বটি পালন করতে আগ্রহী নই। যার ফলে এই দায়িত্বটি আমার নিকট থাকায় ইতোমধ্যে আমার ইমেজ সংকট তীব্রতর হয়। অতএব, এই দায়িত্ব থেকে অতিদ্রুত আমাকে অব্যাহতি দানে বাধিত করতে আপনার সদাশয় মর্জি কামনা করছি।’
ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন পদত্যাগ করায় গত ২৯ সেপ্টেম্বর পরিবহন প্রশাসক পদে দায়িত্ব পান ড. এম এয়াকুব আলী। পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্বরত অবস্থায় ই গত ২ ডিসেম্বর প্রো-ভিসি হিসেবেও নিয়োগ পান তিনি। পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়াকরা বাস সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে ২০ শিক্ষার্থী আহতের ঘটনায় পরিবহন প্রশাসক পদ থেকে প্রো-ভিসির পদত্যাগ দাবী করে বেশ কয়েকটি ছাত্রসংগঠন।






















