ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ব্রাহ্মনপাড়া সার্বজনীন শ্রী শ্রী গীতা ও জগন্নাথ মন্দিরে দুই দিন ব্যাপী বিভিন্ন মঙ্গলময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ৩৮ তম গীতা পাঠ ও ৫তম মহোৎসব, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা, মহানাম কীর্তনের অধিবাস, প্রসাদ বিতরণ ও আজ উষা কীর্তন, অহোরাত্র মহানাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন, প্রসাদ বিতরণের কর্মসূচি পালন করা হচ্ছে।
মহতি ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। আশির্বাদক অভয়ানন্দ ব্রহ্মচারী। প্রীয়রঞ্জন ভট্টাচার্য্যর সভাপতিত্বে ধর্মসভার উদ্বোধন করেন মাষ্টার রতন কান্তি চৌধুরী।
প্রধান ধর্মীয় বক্তা ছিলেন, প্রভাষক পলাশ কান্তি নাথ রনি। বক্তব্য রাখেন, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মানস চক্রবর্তী। মহোৎসব পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কিরন ধরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রকাশ নাথ অপু ও ডাঃ মানিক দেব নাথ।
গীতা পাঠক প্রকাশ কান্তি রায় হিমেল, প্রদীপ কান্তি রায়, প্রানেশ চক্রবর্তী, বিভাষ ধর, সুভাষ ধর, পংকজ রায়, অঞ্জন চক্রবর্তী, রমেশ চক্রবর্তী, অসিম ভট্টাচার্য প্রমুখ।






















