চলতি পবিত্র মাহে রমযানে ( ১৪৪৬ হিজরি ) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ফতোয়া বিভাগ থেকে জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন ৭৫ এবং সর্বোচ্চ ২৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে প্রকাশিত ফতোয়ায় উল্লেখ করা হয়েছে- আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম । প্রতি কেজি আটার (ময়দা) বাজার মূল্য ৪৫ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৭৩.৫৭ টাকা। আদায়ের সুবিধার্থে ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুর হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি খেজুরের বাজার মূল্য ২৫০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৮১৭.৫০ টাকা। আদায়ের সুবিধার্থে ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কিসমিস হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি কিসমিসের বাজার মূল্য ৫৭০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ১৮৬৩.৯০ টাকা। আদায়ের সুবিধার্থে ১৮৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পনির হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি পনিরের বাজার মূল্য ৭২০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ২৩৫৪.৪০ টাকা। আদায়ের সুবিধার্থে ২৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।






















