”অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কান্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে আন্তজাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮মার্চ)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিবালয়ে আন্তজাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আন্তজাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকতার পারভীন বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ জাকির হোসেন। তিনি বলেন নারীরা তাদের নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। নারীদের চাকরি করতে বাধা নেই কিন্তু পর্দাসহিত চাকরি করতে হবে। নারীরা এখন উদ্যোক্ত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, ছাত্র প্রতিনিধি শিবালয় মোঃ নাহিদ ইসলাম, জামায়তের আমির শিবালয় মোঃ হাতেম আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা বৃন্দ ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।






















