শনিবার (৮মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের পুকুর পাড়ে গাছ কাটতে গিয়ে গাছের ডালের আঘাতে মাসুদ (৩৪) নামে এক শিক্ষক নিহত হয়।
নিহত মাসুদ আলী বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রাক্তন শিক্ষক ও ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন মাসুদ আলী উপজেলার বিয়াশ কারীগর মহল্লার মৃত: আত্তাব আলীর ছেলে।






















