অবশেষে পরিচয় মিলেছে নাটোরের ভেদরার বিল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত রক্তাক্ত মরদেহের। মরদেহটি সিংড়া উপজেলার দমদমা উত্তরপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আল মামুনের।
আল মামুন (৩৫) পেশায় একজন রাজমিস্ত্রি।
সিংড়া উত্তর দমদমা এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পেশায় আল মামুন রাজমিস্ত্রি হলেও এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। থানায় এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একসময় এলাকায় টিকতে না পেরে নাটোরে শ্বশুরবাড়িতে চলে আসে আল মামুন। এলাকাবাসীর ধারণা হয়তো চুরি ছিনতাইয়ের টাকার ভাগাভাগি নিয়ে তার সহযোগীরা তাকে হত্যা করে থাকতে পারে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলির নারায়ন কান্দি এলাকার এক ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই মনে হচ্ছে। কিছুক্ষণ আগে এই মরদেহের পরিচয় জানা গেছে সে সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকার কুদ্দুসের ছেলে আল মামুন।
উল্লেখ্য আজ ১০ মার্চ সোমবার সকালে নাটোর শহরতলীর নারায়ণকান্দি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।





















