রংপুরের পীরগাছায় নওহাটি আশরাফুজ্জামান শুভ সামাজিক কবরস্থানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৭ মার্চ) ইফতারের পূর্বে পীরগাছা সদর ইউনিয়নের নওহাটি গ্রামের শাহ বাড়ির উঠানে এ কবরস্থানের উদ্বোধন করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পীরগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সিরামজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।বিশেষ অতিথি ছিলেন এমদাদুল উলূম মাদ্রাসার সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রানা, আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, পরিচালক আসাদুজ্জামান আল-আমিন ও শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, পীরগাছা প্রেসক্লাবের সদস্য সচিব একরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ সরকার, হাবিবুর রহমান সহ আরও অনেকে। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন নওহাটি জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ।






















