গাজীপুরের শ্রীপুরে বৈসম্য বিরোধী আন্দোলনে সময় মাওনা চৌরাস্তায় নিহতদের স্বজনরা মিথ্যা মামলায় শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষকদের হয়রানি করছে বলে দাবি করছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন শীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নান সজল, শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডল, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবু নাসের, টেপিরবাড়ী আনসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাহাব উদ্দিন বিএসসি, মাওলানা সাইফুল ইসলাম, আমান উল্লাহ, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৈসম্য বিরোধী আন্দোলনের সময় মাওনা চৌরাস্তায় নিহতদের স্বজনরা উপজেলায় কর্মরত ২৪ জন শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এ সকল মামলার পেছনে একটি কুচক্রী মহলের হাত রয়েছে। তাদের ষড়যন্ত্রের কারণেই নিরপরাধ শিক্ষকদের নামে মামলা হয়েছে।’ বক্তারা আরও বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, সমাজের আলোকবর্তিকা, তাঁরা ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণে নিজেদের জ্ঞান, মেধা এবং শ্রম বিলিয়ে দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সম্মানীত শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করে নানাভাবে হয়রানি ও সম্মানহানি করছে একটি কুচক্রী মহল যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যহত করছে। শুধু তাই নয় আগত এসএসসি পরীক্ষায় সম্মানীত শিক্ষকগণ তাঁদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাঁধাগ্রস্থ হবেন।’ তাই সকল শিক্ষকরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেন। সেই সাথে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
মামলার আসামিদের মধ্যে রয়েছে, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান, রাজেন্দ্র পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসকর, মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার তালুকদার, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, আলহাজ ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, গজারিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরসার সুপার রফিকুল ইসলাম, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরফুল আলম প্রমুখ।
শিরোনাম
শ্রীপুরে শিক্ষকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- ।
- 51
জনপ্রিয় সংবাদ
























