সিরাজগঞ্জে রায়গঞ্জের বিভিন্ন এলাকার এলজিইডির আঞ্চলিক সড়কে রেজিষ্ট্রেশন বিহীন ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হচ্ছে কোটি টাকার রাস্তা। সরেজমিনে গিয়ে দেখা যায়, মালতিনগর নৈইপাড়া গোপিনাথপুর সাতকুশি ক্ষিরিতলা এলাকায় পুকুর খনন করে ড্রাম ট্রাকে মাটি বিভিন্ন ইটের ভাটায় অবাধে বিক্রি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এলজিইডির আঞ্চলিক সড়ক ও গ্রামীণ মেঠো রাস্তা। ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত) ২০০১ অনুযায়ী মাটির টপ সয়েল বা মাটির উপরিভাগ কেটে শ্রেণী পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই আইনের ব্যত্যয় ঘটলে উভয়ের জন্য দুই লাখ টাকা জরিমানা আনাদায়ে ২ বছরের সাজার বিধান রাখা হয়েছে। বেপরোয়া গতিতে অতিরিক্ত মাটি নিয়ে চলাচলের কারণে রাস্তায় খানা খন্দের সৃষ্টি হয়ে ঘটছে দূর্ঘটনা। ধূলোর বালির কারণে অস্বস্তিতে পরেছে এই রাস্তা দিয়ে চলাচলকারী বয়স্ক শিশুসহ স্কুলগামী ছাত্র-ছাত্রী ও বিভিন্ন বয়সের মানুষ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ ফ ম ওবায়দুর ইসলাম বলেন, ধুলোবালি শ্বাস প্রশ্বাসের মাধ্যামে শ্বাস তন্ত্রে চলে যায়, এতে ফুসফুস জনিত নানা রোগে মানুষ আক্রান্ত হয়। এ ক্ষেত্রে মুখে মাস্ক রুমাল দিয়ে চলাচলের পরামর্শ দেন। নিমগাছী ভূইট গ্রামের প্রদীপ মাহাতো রমেশচন্দ্র মাহাতো বলেন,ড্রাম ট্রাক যোগে ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার কারণে ধূলা উড়ে লিচু আম নারিকেল গাছে মুকুল ঝড়ে যাচ্ছে। ঘরবাড়ির উপর ধূলোর আস্তরণ পড়ে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। সোনাখাড়া গ্রামের বৃদ্ধ রজব আলী তালুকদার ।
শিরোনাম
রায়গঞ্জে কোটি টাকার রাস্তা রেজিষ্ট্রেশন বিহীন ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- ।
- 63
জনপ্রিয় সংবাদ
























