০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ইফতার মাহফিলও করতে দেওয়া হতো না

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, বিগত ১৭ বছর বিএনপি কোনো অনুষ্ঠান করতে গেলে সেই অনুষ্ঠান তাদেরকে করতে দেওয়া হয় নাই। ইফতার মাহফিলেও দেওয়া হতো বাধা। দলীয় ক্যাডার দিয়ে নয়তো পুলিশি বাধার মাধ্যমে অনুষ্ঠান পন্ড করে দেওয়া হতো। শুক্রবার (২১ মার্চ) ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ৫নং ওয়ার্ডের উদ্যোগে এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বলেছিলেন আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে প্রায় দশ লাখ মানুষকে হত্যা করা হবে। কিন্তু স্বৈরাচার সরকার পতন হওয়ার পর ভালুকায় এখনও কোনো মানুষকে নির্যাতন করা হয়নি। কেউ হত্যার শিকার হয়নি। তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা মানুষের মন জয় করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটে জয় লাভ করতে চাই। সেই লক্ষে আমরা মাঠের কর্মীরা কাজ করে যাচ্ছি।
ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মেম্বারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট অন্তর, আব্দুর রহিম আকন্দ, পৌর বিএনপি নেতা শামছুদ্দিন আহমেদ, এম এ খালেক, যুবদল নেতা মতিউর রহমান মিলটন, তাজমুল হক মন্ডল, মাসুদ রানা, আপন, স্বেচ্ছাসেবক দল নেতা তোজাম্মেল হক বকুল, মাসুদ রানা, কৃষকদল নেতা হুমায়ূন কবির বুলবুল, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আনোয়ার হোসেন, সেলিম তরফদার, আনোয়ার, বিপ্লব ও সামাদ প্রমুখ। পরে দোয়া শেষে ইফতারে অংশ নেন সবাই। ইফতারে প্রচুর লোক সমাগম হয়।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে এথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

বিএনপিকে ইফতার মাহফিলও করতে দেওয়া হতো না

আপডেট সময় : ০৮:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, বিগত ১৭ বছর বিএনপি কোনো অনুষ্ঠান করতে গেলে সেই অনুষ্ঠান তাদেরকে করতে দেওয়া হয় নাই। ইফতার মাহফিলেও দেওয়া হতো বাধা। দলীয় ক্যাডার দিয়ে নয়তো পুলিশি বাধার মাধ্যমে অনুষ্ঠান পন্ড করে দেওয়া হতো। শুক্রবার (২১ মার্চ) ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ৫নং ওয়ার্ডের উদ্যোগে এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বলেছিলেন আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে প্রায় দশ লাখ মানুষকে হত্যা করা হবে। কিন্তু স্বৈরাচার সরকার পতন হওয়ার পর ভালুকায় এখনও কোনো মানুষকে নির্যাতন করা হয়নি। কেউ হত্যার শিকার হয়নি। তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা মানুষের মন জয় করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটে জয় লাভ করতে চাই। সেই লক্ষে আমরা মাঠের কর্মীরা কাজ করে যাচ্ছি।
ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মেম্বারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট অন্তর, আব্দুর রহিম আকন্দ, পৌর বিএনপি নেতা শামছুদ্দিন আহমেদ, এম এ খালেক, যুবদল নেতা মতিউর রহমান মিলটন, তাজমুল হক মন্ডল, মাসুদ রানা, আপন, স্বেচ্ছাসেবক দল নেতা তোজাম্মেল হক বকুল, মাসুদ রানা, কৃষকদল নেতা হুমায়ূন কবির বুলবুল, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আনোয়ার হোসেন, সেলিম তরফদার, আনোয়ার, বিপ্লব ও সামাদ প্রমুখ। পরে দোয়া শেষে ইফতারে অংশ নেন সবাই। ইফতারে প্রচুর লোক সমাগম হয়।