টানা দুইবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ২০২২ সালের আসরে খুব বেশি ম্যাচ না পেলেও গত আসরে ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তার একমাত্র গোলেই নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবল দল হয়েছে বাংলাদেশ। গত আসরের সেরা ফুটবলার হওয়া ঋতুপর্ণা আজ (শনিবার) অভিযোগ তুলেছেন, বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধা পাওয়ার।
২০২২ সালে প্রথম সাফ জয়ের পর রাঙ্গামাটির জেলা প্রশাসনের কাছ থেকে বাড়ি ও বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণসহ অনেক কিছুরই প্রতিশ্রুতি পান ঋতুপর্ণা। কিন্তু সেসব বাস্তবায়নের কাজ শুরু হয়েছে গত সাফ জেতার পর থেকে। তবে জেলা প্রশাসনের সহায়তায় বাড়ি তুলতে গিয়ে বাধার মুখে পড়েছেন মর্মে আজ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঋতুপর্ণা।


























