০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় সাড়া ফেলেছে মাংস সমিতি

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ দিনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এলাকা ভিত্তিক অসংখ্য মাংস সমিতি। এতে সাধারন মানুষ উপকৃত হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে পেশাদার মাংস বিক্রেতারা।
পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও দৈনিক, কোথাও সাপ্তাহিক, কোথাও মাসিক সঞ্চয় সংগ্রহের ভিত্তিতে ঐসব মাংস সমিতি পরিচালিত হয়ে আসছে। কোথাও ১৫-২০ জন, কোথাও ৩০-৩৫ জন সদস্য নিয়ে ঐসব সমিতি গঠিত হয়েছে। মাসিক সমিতি গুলো জনপ্রতি প্রতি মাসে ৫ শত টাকা হারে বছর শেষে বিশেষ দিনে গরু ক্রয় করে সমিতির সদস্যরা ভাগা-ভাগি করে নিচ্ছে। আবার সাপ্তাহিক বা দৈনিক সমিতি গুলো প্রতিদিন ৫০ টাকা হারে সঞ্চয় সংগ্রহ করে একই নিয়মে ঈদ-উল-ফিতর, শবে বরাত সমহারে মাংস ভাগা-ভাগি করে নিচ্ছে।
পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়া বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের পক্ষে এত দামে গরুর মাংস কিনে খাওয়া সম্ভব না। তাই আমরা ১৫ জন সদস্য মাসিক ৫০০ টাকা হারে বছরে জনপ্রতি ৬০০০ টাকা সঞ্চয় সংগ্রহ করে ৯০ হাজার টাকা দিয়ে ১ টি ষাঁড় গরু ক্রয় করে সমহারে মাংস বন্টন করে নিয়েছি। এতে আমাদের তেমন একটা বেগ পেতে হয়নি।
উপজেলার মল্লিকবাড়ি নয় নম্বরের বাধ এলাকার বাসিন্দা চাঁন মিয়া বলেন, আমরা ২০জন মিলে প্রতি মাসে জনপ্রতি ৫ শত টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা মাংস সমিতিতে সঞ্চয় জমিয়ে একটি গরু ক্রয় করে ঈদ-উল-ফিতর উপলক্ষে সমহারে মাংস বন্টন করে নিয়েছে। তাদের ওখানে সঞ্চয়ের টাকা বেশি হওয়ায় মাংসের সাথে প্রত্যেককে ১ কেজি করে পোলাও এর চাউল ও ঠান্ডা পানীয় দেওয়া হয়েছে।
ভালুকা বাজারের মাংস বিক্রেতা (কসাই) সবুজ মিয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য মাংস সমিতি গড়ে উঠেছে। ওইসব সমিতির কারনে বিশেষ বিশেষ দিনগুলোতে তারা আশাতীত মাংস বিক্রয় করতে পারছে না। এতে প্রায় সময় তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।

ভালুকায় গৃহবধু নিখোঁজ
সোহাগ রহমান , ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামের মো. শাহজাহান মিয়ার সহধর্মিনী খোদেজা (৩৫) গত সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালী গ্রামে তার পিতা আব্দুল খালেক মুন্সির বাড়ি হতে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের স্বামী মো. শাহজাহান মিয়া বলেন, আমার স্ত্রী খোদেজা কিছুটা মানসিক ভারসাম্যহীনের মত। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, চুলের রং কালো ছোট, ওজন ৬০ কেজি। আমিসহ আমাদের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা সম্ভাব্য সবস্থানে খোঁজ করেছি, কিন্তু পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে স্বামী শাহজাহান মিয়ার নিজ বাড়ি মল্লিকবাড়ী কিংবা মোবাইল ০১৭১২-২১৭৩০৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন। এ ব্যাপারে খোদেজার ভাই শফিকুল ইসলাম গত শুক্রবার (২৮ মার্চ) ভালুকা মডেল থানায় একটি জিডি (নং-১৬৫০) করেন।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে এথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ভালুকায় সাড়া ফেলেছে মাংস সমিতি

আপডেট সময় : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ দিনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এলাকা ভিত্তিক অসংখ্য মাংস সমিতি। এতে সাধারন মানুষ উপকৃত হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে পেশাদার মাংস বিক্রেতারা।
পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও দৈনিক, কোথাও সাপ্তাহিক, কোথাও মাসিক সঞ্চয় সংগ্রহের ভিত্তিতে ঐসব মাংস সমিতি পরিচালিত হয়ে আসছে। কোথাও ১৫-২০ জন, কোথাও ৩০-৩৫ জন সদস্য নিয়ে ঐসব সমিতি গঠিত হয়েছে। মাসিক সমিতি গুলো জনপ্রতি প্রতি মাসে ৫ শত টাকা হারে বছর শেষে বিশেষ দিনে গরু ক্রয় করে সমিতির সদস্যরা ভাগা-ভাগি করে নিচ্ছে। আবার সাপ্তাহিক বা দৈনিক সমিতি গুলো প্রতিদিন ৫০ টাকা হারে সঞ্চয় সংগ্রহ করে একই নিয়মে ঈদ-উল-ফিতর, শবে বরাত সমহারে মাংস ভাগা-ভাগি করে নিচ্ছে।
পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়া বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের পক্ষে এত দামে গরুর মাংস কিনে খাওয়া সম্ভব না। তাই আমরা ১৫ জন সদস্য মাসিক ৫০০ টাকা হারে বছরে জনপ্রতি ৬০০০ টাকা সঞ্চয় সংগ্রহ করে ৯০ হাজার টাকা দিয়ে ১ টি ষাঁড় গরু ক্রয় করে সমহারে মাংস বন্টন করে নিয়েছি। এতে আমাদের তেমন একটা বেগ পেতে হয়নি।
উপজেলার মল্লিকবাড়ি নয় নম্বরের বাধ এলাকার বাসিন্দা চাঁন মিয়া বলেন, আমরা ২০জন মিলে প্রতি মাসে জনপ্রতি ৫ শত টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা মাংস সমিতিতে সঞ্চয় জমিয়ে একটি গরু ক্রয় করে ঈদ-উল-ফিতর উপলক্ষে সমহারে মাংস বন্টন করে নিয়েছে। তাদের ওখানে সঞ্চয়ের টাকা বেশি হওয়ায় মাংসের সাথে প্রত্যেককে ১ কেজি করে পোলাও এর চাউল ও ঠান্ডা পানীয় দেওয়া হয়েছে।
ভালুকা বাজারের মাংস বিক্রেতা (কসাই) সবুজ মিয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য মাংস সমিতি গড়ে উঠেছে। ওইসব সমিতির কারনে বিশেষ বিশেষ দিনগুলোতে তারা আশাতীত মাংস বিক্রয় করতে পারছে না। এতে প্রায় সময় তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।

ভালুকায় গৃহবধু নিখোঁজ
সোহাগ রহমান , ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামের মো. শাহজাহান মিয়ার সহধর্মিনী খোদেজা (৩৫) গত সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালী গ্রামে তার পিতা আব্দুল খালেক মুন্সির বাড়ি হতে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের স্বামী মো. শাহজাহান মিয়া বলেন, আমার স্ত্রী খোদেজা কিছুটা মানসিক ভারসাম্যহীনের মত। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, চুলের রং কালো ছোট, ওজন ৬০ কেজি। আমিসহ আমাদের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা সম্ভাব্য সবস্থানে খোঁজ করেছি, কিন্তু পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে স্বামী শাহজাহান মিয়ার নিজ বাড়ি মল্লিকবাড়ী কিংবা মোবাইল ০১৭১২-২১৭৩০৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন। এ ব্যাপারে খোদেজার ভাই শফিকুল ইসলাম গত শুক্রবার (২৮ মার্চ) ভালুকা মডেল থানায় একটি জিডি (নং-১৬৫০) করেন।