চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই বোতল বাংলা মদসহ আটক হয়েছে শাহজালাল হলের ভোজনালয় সহকারী জাকারিয়া সোহাগ।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় সমাজবিজ্ঞান অনুষদের পাশে মদ সেবনরত অবস্থায় আটক করে প্রক্টরিয়ালবডির সদস্যরা।
জানা যায়, জাকারিয়া সোহাগ সমাজবিজ্ঞান অনুষদের পাশে দুই বোতল বাংলা মদ নিয়ে অবস্থান করে। এক বোতল মদ সেবন করলেও আরেক বোতল সেবনের আগেই আটক করে প্রক্টরিয়ালবডি। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবাসী কলোনীতে বসবাস করেন। ২০২২ সালে অক্টোবরের ২৬ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের ভোজনালয় সহকারী হিসাবে চাকরিতে জয়েন করেন। জাকারিয়া সোহাগের বাসা কুমিল্লার চৌদ্দগ্রাম।
জাকারিয়া সোহাগ বলেন, আমি জীবনে আর এধরণের কাজে লিপ্ত হবো না। আমার ১ ছেলে ১ মেয়ে তাদের কথা চিন্তা করে ভবিষ্যতে আর মাদক সেবন করবো না। আমাকে একবার সুযোগ দেওয়া হলে আমি নিজেকে শুধরে নিবো।
সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির নিয়মিত পরিদর্শনের সময় এই কর্মচারীকে হাতেনাতে আটক করা হয়। তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবেন।
























