ভোলা-২(দৌলতখান-বোরহানউদ্দিন)আসনের সাবেক সংসদ
সদস্য,বিএপির নির্বাহী কমিটির সদস্য- আলহাজ¦ হাফিজ ইব্রাহীম ও
নেতা-কর্মীদের বিরুদ্ধে ভোলার ওয়েস্টেন পাড়ার বাস ভবনে বসে
আমেরিকা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম সংবাদ সন্মেলন
করে মিথ্যা অপপ্রচরের প্রতিবাদে গত কাল (পহেলা মে)বৃহস্পতিবার
দুপুরে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা দলীয়
কার্যালয়ে সংবাদ সন্মেলন করেছেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে-বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য
সচিব-এ্যাডঃ কাজী আজম বলেন, বোরহানউদ্দিনের ছেলে আমেরিকা
শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম ৩০ মে (বুধবার) নিজ উপজেলা
এবং গ্রামের বাড়ি বোরহানউদ্দিনে আসেননি। বিএনপির কোন
নেতা-কর্মী এই বিষয়ে কিছুই জানেননা। অথচ তিনি দুপুরে ভোলা
সদরে নিজের ওয়েষ্টেন পাড়ার বাস ভবনে বসে মিডিয়া ডেকে সংবাদ
সন্মেলন করে,বিএনপির সাবেক এমপি আলহাজ¦ হাফিজ ইব্রাহীম ও
দৌলতখান-বোরহানউদ্দিনের নেতা-কর্মীদের বিরুদ্ধে,তার কর্মীদের ৫-
৬টি মটর সাইকেল ভাংচুর, তাদের পিটিয়ে আটকিয়ে রাখা এবং তাকে
গ্রামের বাড়িতে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন।
এসব কল্প কাহিনী আমরা মিডিয়ায় দেখে অবাক, যা আদৌ সত্য নয়,
এটি আওয়ামীলীগের দোষরদের ষড়যন্ত্রের একটি অংশ। তিনি আরো বলেন,
জাহাঙ্গীর এম আলম বিএনপির নেতা,তিনি আমাদের গর্ভ, তিনি তার
গ্রামের বাড়ি বোরহানউদ্দিনে আসবেন তা ভাল কথা, আমরা তাকে
অভিনন্দন জানাবো, মিলে মিশে এক সাথে রাজনীতি করবো, তিনি
আমাদেরকে দিকনির্দেশনা দিবেন। কিন্তু তিনি তা না করে
আওয়ামীলীগের দোষরদের নিয়ে ভোলায় বসে বোরহান উদ্দিন-দৌলতখানের
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন,বিএনপিকে
হেয় করতে যা দরকার তিনি তা করেছেন,এতে বিএনপি মর্মহত। তার এই
কর্মকান্ডে ভোলা-২ আসনের বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ
জানাচ্ছি এবং প্রকৃত সত্য জানার জন্য বিএনপির উর্ধতন
নেতৃবৃন্দের তদন্ত করার দাবী করছি। এসময় বোরহানউদ্দিন উপজেলা
বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলম, পৌর বিএনপির সাধারন
সম্পাদক কবির মিয়াসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা
উপস্থিত ছিলেন।
শিরোনাম
ভোলার-বোরহানউদ্দিন বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
ভোলা প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ।
- 284
জনপ্রিয় সংবাদ






















