নেত্রকোণা প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী সম্মাননা -২০২২ উপলক্ষে বিজয় একাত্তর কর্তৃক আয়োজিত নেত্রকোণা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় শনিবার (৩০শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিশেষ আলোচনা সভার ব্যবস্থা গ্রহণ করা হয়। উক্ত আলোচনায় মূল প্রতিপাদ্য বিষয় মুক্তিযোদ্ধাদের ত্যাগ তিতিক্ষাকে নব প্রজন্মের কাছে তুলে ধরা আর সে শিক্ষায় তাদের সামনে পথ চলা। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভাকে যাঁরা অলংকৃত করেছেন তাঁরা হলেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা এড অসিত কুমার সরকার সজল, চেয়ারম্যান জেলা পরিষদ নেত্রকোণা। বীর মুক্তি যোদ্ধা নজরুল ইসলাম খান, মেয়ের নেত্রকোণা পৌরসভা,নেত্রকোণা। বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সহ সভাপতি,জেলা প্রেসক্লাব, নেত্রকোনা। বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদ। বীর মুক্তিযোদ্ধা আয়ূব আলী, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার, সদর উপজেলা, নেত্রকোণা। আরও উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধা ও ব্যক্তিবর্গ উক্ত মহতি অনুষ্ঠানের আসনের উপবিষ্ট থেকে অনুষ্ঠানের আলোচনাকে প্রাণবন্ত করেন। আলোচনার শেষে শহীদ বুব্ধিজীবীদের মমরণোত্তর সম্মাননা হিসেবে তাঁদের আপন জনের কাছে ক্রেস্ট তুলে দেয়া হয়। যাঁদের জন্য আয়োজন তাঁরা হলেন শহীদ ড.ফজলুর রহমান, শহীদ বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, শহীদ অধ্যাপক আরজ আলী, শহীদ প্রধান শিক্ষক কামিনী চক্রবর্তী ও বাংলাদেশ শহীদ স্মৃতি গবেষণা কেদ্র, সভাপতি ইঞ্জিনিয়ার এম,কে জামান। অবশেষে চিন্ময় তালুকদারের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।




















