ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কাৎজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের — বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।’
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি (আয়াতুল্লা আলী) খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরান জ্বলেপুড়ে যাবে।’
জর্ডানের উত্তরাঞ্চলীয় শহর ইরবিদে আকাশ থেকে পড়া বিস্ফোরক বস্তুর আঘাতে দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরুর পর জর্ডানে প্রথমবারের মতো কেউ আহত হওয়ার ঘটনা ঘটল। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-মামলাকা টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরক বস্তুর আঘাতে একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
এর আগে গতকাল শুক্রবার জর্ডান সেনাবাহিনী জানায়, যেকোনো পরিস্থিতিতে তারা দেশের আকাশসীমা লঙ্ঘন হতে দেবে না।
জর্ডান সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল, ওই দিন দেশটির আকাশসীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো ধ্বংস করা হয়।
জর্ডানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘ সীমানা রয়েছে। গতকাল ভোররাতে ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। দেশটির পারমাণবিক কর্মসূচির মূলকেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের হামলার নিশানা করা হয়। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়।
ইরানে ইসরায়েলের হামলার পরপরই জর্ডান গতকাল সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। তবে আজ শনিবার সকালে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে বলে সিএনএনকে জানিয়েছে দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ।
এমআর/সব
শিরোনাম
আর ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
-
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- ।
- 181
জনপ্রিয় সংবাদ

























