কভিচা করাত্সখেলিয়া। জর্জিয়ান। উচ্চতা কাঁটায় কাঁটায় ঠিক ৬ ফুট। বয়স ২৪। ফুটবলার। খেলেন উইঙ্গার পজিশনে। জর্জিয়া জাতীয় ফুটবল দলের হয়ে ৪১ ম্যাচে করেছেন ১৮ গোল। আর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে ২৬ ম্যাচে করেছেন ৭ গোল।
আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসিও পিএসজির হয়ে খেলেছেন দুই মৌসুম (২০২১-২০২৩)। কিন্তু মেসির সঙ্গে একসঙ্গে খেলার সৌভাগ্য হয়নি কভিচার। মেসি চলে যাওয়ার দুই বছর পর কভিচা ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে যোগ দেন পিএসজিতে।
তারপরও মেসির পক্ষ নিয়েছেন কভিচা। অংশ নিয়েছেন চিরন্তন মেসি-রোনাল্ডোর G.O.A.T বিতর্কে, যেখানে একদিকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির কিংবদন্তি মেসি, অন্যদিকে পর্তুগাল ও আল-নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
কভিচা বলেছেন, সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি মেসিকেই এগিয়ে রাখেন রোনাল্ডোর চেয়ে। যদিও তার রোনাল্ডোর সঙ্গে অতীতের একটি সম্পর্ক রয়েছে। সেটি হলো-তিনি মাত্র সাত বছর বয়সে জর্জিয়ার একটি ফুটবল একাডেমিতে থাকা অবস্থায় রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ২০২৪ ইউরোতে গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে একটি গোল করেছিলেন কভিচা এবং সেই ম্যাচে জর্জিয়া জিতেছিল ২-০ গোলে।
ম্যাচের পর রোনাল্ডোর জার্সিও সংগ্রহ করেছিলেন কভিচা।
তার পরেও এই উইঙ্গার মনে করেন রোনাল্ডোর চেয়ে এগিয়ে মেসি। কারণ তার মতে, মেসি ‘অন্য জগতের মানুষ”। আর্জেন্টিনার এই মহাতারকা বিশ্বকাপ জিতেছেন, যা রোনাল্ডো পারেননি—যদিও বাকি অনেক অর্জনের দিক থেকে তারা কাছাকাছি।
এ প্রসঙ্গে কভিচা বলেন, ‘আমার জন্য, আপনি জানেন, আমি রোনাল্ডোকে খুব ভালোবাসি, কিন্তু অবশ্যই মেসি ফুটবলের দুনিয়ায় আরেকটা গ্রহের বাসিন্দা। দুজনেই পাগলাটে রকমের অসাধারণ।’
মেসি ও কভিচা দুজনেই এবারের ক্লাব বিশ্বকাপে খেলছেন। ইন্টার মায়ামি বৃহস্পতিবার পোর্তোর মুখোমুখি হবে, আর পিএসজি শুক্রবার খেলবে বোতাফোগোর বিরুদ্ধে।
আরকে/সব
শিরোনাম
কভিচা ভালোবাসেন রোনাল্ডোকে, কিন্ত সেরা মানেন মেসিকে!
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 190
জনপ্রিয় সংবাদ


























