টেস্ট ড্র হয়েছে। তাই বলতেই হবে স্থিতিশীল ফলাফল। আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্টের ফল সম্পর্কে এক কথায় মূল্যায়ন এই। যে অবস্থায় আমরা আছি তাতে সব পর্যায়ে পরাজয়ের এড়ানো প্রথম কর্তব্য। শ্রীলংকার মাটিতে গিয়ে সে লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে উন্নতির ক্ষেত্র অপরিসীম।
এনামুল হক বিজয়ের টেস্ট খেলার নার্ভ কতটা আছে সেটা আমলে নেওয়া দরকার। তামিমকে ফিরিয়ে আনার সুযোগ নেই। তাই সলিড ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশ সামনের দিনে কিভাবে পাবে সেটা ভাবতে হবে। সাদমান দ্বিতীয় ইনিংসে মান রেখে টিকে থাকার দৌড়ে ভালো অবস্থায় আছেন। মমিনুলের দুই এক ম্যাচ খারাপ গেলেও পরে ফিরে আসতে পারেন। তাকে সুযোগ দেওয়ার ব্যাপারে কারো দ্বিধা নেই। ধারাবাহিকতাহীন তকমা মাথা থেকে সরিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। “মিস্টার ডিপেন্ডাবল” হয়ে এই পড়ন্ত বেলায়ও ছায়া দিয়ে যাচ্ছেন ঐতিহাসিক পঞ্চপান্ডবের শেষ জন মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির আগে তার রান আউট মেনে নেওয়া যায় না। তারপরও বলতে হবে মুশফিকের কাছ থেকে মাঠে তরুণ ক্রিকেটাররা যতটা শিখতে পারবেন ততটাই মঙ্গল। নাহিদ রানা তার প্রতিশ্রুতিশীল পারফরমেন্সে অবিচল আছেন। টাইগার টেস্ট স্কোয়াডে স্পিন বোলিংয়ে নজর কাড়া তারকা হওয়ার ক্ষমতা রাখেন নাইম হাসান। তাইজুলকে নিয়ে নতুন কিছু বলার নেই। দীর্ঘ সময় প্রতিপক্ষকে চাপে রেখে এক এন্ড থেকে বোলিং করে যেতে পারেন তিনি।
সব মিলিয়ে বুলবুল এরার প্রথম টেস্টে দলের সার্বিক পারফরম্যান্স খারাপ না। আরও এগ্রেসিভ খেললে এমন ব্যাটিং উইকেটে ম্যাচে ফল আসত কিনা তা বলা দুরহ। এঞ্জেলা ম্যাথুউজের শেষ টেস্টে বাংলাদেশ তার প্রতি সম্মান দেখিয়ে দারুণ খেলোয়ারি আচরণে মুগ্ধ করেছে। সব মিলিয়ে দুদলের জন্য ভালো একটি টেস্ট অতিক্রান্ত হলো।
শিরোনাম
বুলবুল এরার প্রথম টেস্টে কেমন খেলল বাংলাদেশ
-
হাসান শাওন - আপডেট সময় : ০৯:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- ।
- 211
জনপ্রিয় সংবাদ

























