বাংলাদেশ চুকবল এ্যাসোসিয়েশনের নবগঠিত এডহকক মিটির প্রথম সভা এ্যাসোসিয়েশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলামের (অব) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভা পরিচালনা করেন চুকবল এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কল্লোল দাশ।
সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন চুকবল এ্যাসোসিয়েশনের সহসভাপতি আনম ওয়াহিদ দুলাল, সহসভাপতি আহসান ইকবাল চৌধুরী আবীর, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ একেএম আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য হায়দার আলী, নাসিরুল্লাহ্ লাবলু, সাইফুল্লাহ মুনীর, লিপি বেগম হীরা, সালাউদ্দিন রিজন, তৌহিদুর রহমান সোহেল, রায়হান উদ্দিন রুবেল।
সভায় এ্যাসোসিয়েশনের বিগত কার্যক্রমের বিস্তারিত বিবরণী পেশ করা হয় এবং ভবিষ্যত পরিকল্পনা গৃহীত হয়। সভায় জাতীয় চুকবল প্রতিযোগিতা, জাতীয় ক্লাব কাপ চুকবল প্রতিযোগিতা, জেলা প্রশিক্ষণ ও জাতীয় স্কুল চুকবল প্রতিযোগিতা অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় নবগঠিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
আরকে/সবা
শিরোনাম
চুকবল উন্নয়নে বিবিধ কর্মসূচি
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ।
- 124
জনপ্রিয় সংবাদ


























