সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসির আজ ৩৮তম জন্মদিন। মেসির ৩৮ বছরের (১৯৮৭–২০২৫) জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে সালক্রমে তুলে ধরা হলো:
# শৈশব ও শুরু (১৯৮৭–২০০৩)
১৯৮৭ – ২৪ জুন, আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ।
১৯৯৪ – নিউওয়েল্স ওল্ড বয়েজে যোগদান।
১৯৯8 – হরমোনজনিত গ্রোথ সমস্যার চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
২০০০ – ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি ‘লা মাসিয়া’-তে যোগদান, যেখানে ক্লাব তার চিকিৎসার খরচ বহন করে।
# পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু (২০০৪–২০১০)
২০০৪ – বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক (১৬ অক্টোবর, এস্পানিওলের বিপক্ষে)।
২০০৫ – প্রথম গোল করেন আলবাসেতের বিপক্ষে (১ মে)।
২০০৫ – প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ও আর্জেন্টিনার হয়ে ফিফা অ-২০ বিশ্বকাপ জয় এবং গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়।
২০০৬ – প্রথম বিশ্বকাপ (জার্মানি) গোল করেন সার্বিয়ার বিপক্ষে।
২০০৭ – কোপা আমেরিকার ফাইনালে হার।
২০০৯ – প্রথমবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও ব্যালন ডি’অর জয়, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ৬টি ট্রফি জয়।

# সুপারস্টার থেকে কিংবদন্তি (২০১১–২০১৯)
২০১১ – তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়।
২০১২ – এক বছরে সর্বোচ্চ ৯১ গোল করে গিনেস রেকর্ড গড়েন।
২০১৪ – বিশ্বকাপ ফাইনালে হার; গোল্ডেন বল জয়।
২০১৫ – চ্যাম্পিয়ন্স লিগসহ দ্বিতীয় ট্রেবল জয় বার্সেলোনার হয়ে। কোপা আমেরিকার ফাইনালে হার।
২০১৬ – কোপা আমেরিকার ফাইনালে হেরে আন্তর্জাতিক অবসর ঘোষণা,পরে ফেরেন।
২০১৮ – ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বিদায়।
২০১৯ – ষষ্ঠ ব্যালন ডি’অর জয় (সবচেয়ে বেশি বার)। কোপা আমেরিকায় তৃতীয়।
# জাতীয় সাফল্য ও নতুন অধ্যায় (২০২০–২০২৩)
২০২১ – কোপা আমেরিকা জয় ব্রাজিলের বিপক্ষে (প্রথম আন্তর্জাতিক শিরোপা আর্জেন্টিনার হয়ে)।
২০২১ – বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদান (আর্থিক জটিলতায়)।
২০২২ – ফিনালিসিমা জয় (ইতালির বিপক্ষে)।
২০২২ – কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও গোল্ডেন বল জয়।
২০২৩ – যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগদান।

# সম্প্রতি (২০২৪–২০২৫)
২০২৩ – টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত। অষ্টম ব্যালন ডি’অ জয়।
২০২৪ – কোপা আমেরিকার শিরোপা জয় (কলম্বিয়ার বিপক্ষে)।
# ব্যক্তিগত তথ্য:
২০০৮ – প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোর সাথে সম্পর্ক প্রকাশ্যে আসে।
২০১৭ – আন্তোনেলাকে বিয়ে করেন। তিন পুত্রসন্তান – থিয়াগো (২০১২), মাতেও (২০১৫), সিরো (২০১৮)।
২০২৫ – ২৪ জুন, ৩৮তম জন্মদিন।
আর/কে


























