বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) আগামী ৫-৬ অক্টোবর চতুর্থ শিল্প বিপ্লব বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের আগে আগামীকাল নবায়নযোগ্য শক্তির স্থায়িত্ব : বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বমোট ৪২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। যার মধ্যে ২০৭টি মৌখিক এবং ২১৬টি পোস্টার পেপার।
আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুর ১২ টায় ড. কুদরত-ই খুদা অ্যাকাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের ডীন অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের উদ্ভোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম (এম.পি.)। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম এবং মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মো. সাহেদ জামান।
লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন। এতে বিজ্ঞান অনুষদভূক্ত শিক্ষক ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্যক্তিবর্গ অর্গানাইজিং কমিটির সদস্য হিসাবে ভূমিকা রাখবেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকগণ তাঁদের স্ব-স্ব গবেষণাকর্ম উপস্থাপন করবেন। ইউ.এস.এ, ফিনল্যান্ড, জাপান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, চীন এবং নেপালের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্তর্জাতিক উপদেষ্টা সদস্য হিসেবে ভূমিকা রাখবেন।
বিজ্ঞান অনুষদের প্রথম এই আয়োজনে এগারো জন কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য ও স্ব-স্ব গবেষণাকর্ম উপস্থাপন করবেন। উনারা হলেন- এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান, ডাটাসফ্ট সিস্টেম বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. মাহ্বুব জামান, যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. রফিকুল আওয়াল, নেপালের ত্রিভূবন ইউনিভার্সিটি’র প্রফেসর ড. রেজিনা মাস্কে বিয়ানজু এবং আই.আই.টি ইন্ডিয়ার পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর পি.কে. দত্ত।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, আই.আই.ইউ.সি এর প্রফেসর এমেরিটাস এ.কে.এম. আজহারুল ইসলাম, ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি’র প্রফেসর ড. আব্দুর রশিদ, বি.আর.আই.সি.এম এর ড. মালা খান এবং জাপানের ওয়ানরিচ ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট এন্ড সিইও মি. ইউসি হার্লে ইছিহাসি তাঁদের স্ব-স্ব গবেষণাকর্ম উপস্থাপন করবেন।


























