মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ পৌর এলাকায় বিলকিস আক্তার (২৩) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডের বৈতরা এলাকা একটি ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
নিহত বিলকিস আক্তার মানিকগঞ্জ সদরের জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকার সোহেল হোসেনের স্ত্রী। তিনি মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দশ বছর ধরে পৌরসভার বৈতরা এলাকায় ভাড়াবাসায় থাকেন বিলকিস আক্তারের মা মনোয়ারা বেগম। জীবিকার তাগিদে বছরখানেক আগে প্রবাসে চলে যান মনোয়ারা বেগম। এরপর স্বামীর বাড়িতে সংসারের পাশপাশি কলেজে পড়ালেখা করে বিলকিস আক্তার। কিন্তু পারিবারিক কলহের জেরে এইচএসসি পরীক্ষা চলাকালে মায়ের ভাড়াবাসায় চলে আসেন এবং মায়ের ভাড়াবাসায় থেকেই পরীক্ষা শেষ করেন বিলকিস আক্তার। গতকাল মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার পর রাতে ঘরের ফ্যানের সাথ ঝুলে আত্মহত্যা করেন বিলকিস আক্তার।
ভাড়াবাসার মালিক মো.সুমন হোসেন জানান,ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে দড়জা ভেঙে বিলকিসের মরদেহ উদ্ধার নামানো হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং বিলকিসের ফোনে ভিডিও কল চালু ছিল। মোবাইল দেখে ধারনা করা হচ্ছে, ফোনে কারো সাথে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে। স্বামীর সাথে ঝগড়া করে কিছুদিন তার মায়ের ভাড়াবাসায় চলে আসেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওসি জানান।





















