০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
আজ সন্ধ্যায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

গুরুত্বহীন ম্যাচও আফঈদাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ

যে লক্ষ্য নিয়ে মিয়ানমারে পা রেখেছিল বাংলাদেশের মেয়েরা সেটায় এক ম্যাচ বাকি থাকতেই সফল হয়ে গিয়েছে। তাতে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ দাঁড়িয়েছে আফঈদাদের জন্য শুধু নিয়মরক্ষারই। তবে তেমনটি হচ্ছে না। মেয়েরা এই ম্যাচটিও গুরুত্ব সহকারে দেখছে। এখন পর্যন্ত ঐতিহাসিক অর্জনের উদযাপনও করেনি তারা শুধু এই ম্যাচটি থেকে মনোযোগ যাতে না হারিয়ে যায় সেই কারণেই। তাদের লক্ষ্য তিনে তিন করেই তারা মাতবেন ইতিহাস গড়া কীর্তি গড়ার উদযাপনে।
আজ মিয়ানমারের ইয়াংগুনে বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায়। মিয়ানমারে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুই শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়েছে, আর সবশেষ ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা বাংলাদেশ নিশ্চিত করে আফঈদারা।
এবারের প্রতিপক্ষ গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তান। এই ম্যাচটিতেও জয় পেতে মুখিয়ে রয়েছে লাল-সবুজের মেয়েরা। সে জন্য গতকাল খুব সিরিয়াস মুডেই সবাই করেছেন অনুশীলন। পরে দলের অধিনায়ক আফঈদা খন্দকার ভিডিও বার্তায় এই ম্যাচ নিয়ে বলেন, ‘দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজেই রয়েছে। আজ (শুক্রবার) অনুশীলন করেছি আগামীকাল (শনিবার) শেষ ম্যাচ। সবার কাছে দোয়া চাই যাতে ভালো করেই সফরটা শেষ করতে পারি।’

এই বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ভাবনা ছিল শুধু স্বাগতিকদের নিয়েই। বাকি দুই দলের বিপক্ষে ভালো করতে এ নিয়ে আত্মবিশ্বাস দলের আগে থেকেই ছিল কিন্তু মিয়ানমার র‍্যাংকিং, শক্তি-সামর্থ্য কিংবা অতীতের মুখোমুখি লড়াই সব দিকেই এগিয়ে ছিল লাল-সবুজের থেকে। তাই তাদের নিয়েই ছিল সব পরিকল্পনা। যদিও দলের ইংলিশ কোচ পিটার বাটলার সেই সময় জানিয়েছিলেন যে, মাঠে যারা ভালো খেলবে জয় হবে তাদেরই। সেটাই হয়েছে।
স্বাগতিকদের বোতলবন্দি করে প্রতিশোধ নিয়েছে আফঈদার দল। তাতেই বাংলাদেশ পেয়েছিল এক দিনে দুই আনন্দ, শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ তারপর সেই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নরা সুযোগ পেয়েছে এশিয়ান কাপেও। তবে এখানেই থামছে না মেয়েরা। এবার লক্ষ্য ২০২৭ ফিফা বিশ্বকাপ। ব্রাজিলে হতে যাওয়া বিশ্বকাপের ঐ আসরের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক। হাতে একটা বছর সময় আছে, বাফুফের দারুণ কিছু পরিকল্পনাই পারে স্বপ্নটা বাস্তবায়ন করতে।
এশিয়ান কাপে ১২ দলের মধ্যে শীর্ষ ছয়ে থাকতে হবে। অসম্ভব কঠিন, তবে খেলাতে অসম্ভব বলে কিছু নেই! এ নিয়ে আফঈদা বলেন, ‘আমি দলকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু ঐ সুযোগটা আসতেছে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
এদিকে বাংলাদেশের বাছাই পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খুব একটা শক্তিশালী দল নয়। তারা নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে হেরেছে ৮-০ গোলের ব্যবধানে। পরবর্তী সময় বাহরাইনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। পারফরম্যান্সের এই হিসাবে যে তারা লাল-সবুজের মেয়েদের সামনে পাত্তাই পাবে না তা বলাই যায়। তবুও প্রতিপক্ষকে হাল্কা করে দেখছে না মেয়েরা। ম্যাচের আগে এমনটি জানিয়েছেন দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ।
তিনি বলেন, ‘দলের পরিস্থিতি ভালো, ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা রয়েছে। আজকের অনুশীলনে ঐ খেলোয়াড়দের কোচ তাদের রিকোভারি দিয়েছেন আর বাকি যারা ছিল তাদের দিয়ে আমরা মাঠে কাজ করেছি এবং আগামীকালকের ম্যাচের বিষয়ে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস। যেহেতু আমরা এখনো উদযাপন করিনি (কোয়ালিফাই করার), আগামীকালকে ম্যাচে জয় তুলে নিয়েই আমরা সেটা করতে চাই।’

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

আজ সন্ধ্যায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

গুরুত্বহীন ম্যাচও আফঈদাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ

আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

যে লক্ষ্য নিয়ে মিয়ানমারে পা রেখেছিল বাংলাদেশের মেয়েরা সেটায় এক ম্যাচ বাকি থাকতেই সফল হয়ে গিয়েছে। তাতে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ দাঁড়িয়েছে আফঈদাদের জন্য শুধু নিয়মরক্ষারই। তবে তেমনটি হচ্ছে না। মেয়েরা এই ম্যাচটিও গুরুত্ব সহকারে দেখছে। এখন পর্যন্ত ঐতিহাসিক অর্জনের উদযাপনও করেনি তারা শুধু এই ম্যাচটি থেকে মনোযোগ যাতে না হারিয়ে যায় সেই কারণেই। তাদের লক্ষ্য তিনে তিন করেই তারা মাতবেন ইতিহাস গড়া কীর্তি গড়ার উদযাপনে।
আজ মিয়ানমারের ইয়াংগুনে বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায়। মিয়ানমারে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুই শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়েছে, আর সবশেষ ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা বাংলাদেশ নিশ্চিত করে আফঈদারা।
এবারের প্রতিপক্ষ গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তান। এই ম্যাচটিতেও জয় পেতে মুখিয়ে রয়েছে লাল-সবুজের মেয়েরা। সে জন্য গতকাল খুব সিরিয়াস মুডেই সবাই করেছেন অনুশীলন। পরে দলের অধিনায়ক আফঈদা খন্দকার ভিডিও বার্তায় এই ম্যাচ নিয়ে বলেন, ‘দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজেই রয়েছে। আজ (শুক্রবার) অনুশীলন করেছি আগামীকাল (শনিবার) শেষ ম্যাচ। সবার কাছে দোয়া চাই যাতে ভালো করেই সফরটা শেষ করতে পারি।’

এই বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ভাবনা ছিল শুধু স্বাগতিকদের নিয়েই। বাকি দুই দলের বিপক্ষে ভালো করতে এ নিয়ে আত্মবিশ্বাস দলের আগে থেকেই ছিল কিন্তু মিয়ানমার র‍্যাংকিং, শক্তি-সামর্থ্য কিংবা অতীতের মুখোমুখি লড়াই সব দিকেই এগিয়ে ছিল লাল-সবুজের থেকে। তাই তাদের নিয়েই ছিল সব পরিকল্পনা। যদিও দলের ইংলিশ কোচ পিটার বাটলার সেই সময় জানিয়েছিলেন যে, মাঠে যারা ভালো খেলবে জয় হবে তাদেরই। সেটাই হয়েছে।
স্বাগতিকদের বোতলবন্দি করে প্রতিশোধ নিয়েছে আফঈদার দল। তাতেই বাংলাদেশ পেয়েছিল এক দিনে দুই আনন্দ, শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ তারপর সেই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নরা সুযোগ পেয়েছে এশিয়ান কাপেও। তবে এখানেই থামছে না মেয়েরা। এবার লক্ষ্য ২০২৭ ফিফা বিশ্বকাপ। ব্রাজিলে হতে যাওয়া বিশ্বকাপের ঐ আসরের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক। হাতে একটা বছর সময় আছে, বাফুফের দারুণ কিছু পরিকল্পনাই পারে স্বপ্নটা বাস্তবায়ন করতে।
এশিয়ান কাপে ১২ দলের মধ্যে শীর্ষ ছয়ে থাকতে হবে। অসম্ভব কঠিন, তবে খেলাতে অসম্ভব বলে কিছু নেই! এ নিয়ে আফঈদা বলেন, ‘আমি দলকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু ঐ সুযোগটা আসতেছে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
এদিকে বাংলাদেশের বাছাই পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খুব একটা শক্তিশালী দল নয়। তারা নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে হেরেছে ৮-০ গোলের ব্যবধানে। পরবর্তী সময় বাহরাইনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। পারফরম্যান্সের এই হিসাবে যে তারা লাল-সবুজের মেয়েদের সামনে পাত্তাই পাবে না তা বলাই যায়। তবুও প্রতিপক্ষকে হাল্কা করে দেখছে না মেয়েরা। ম্যাচের আগে এমনটি জানিয়েছেন দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ।
তিনি বলেন, ‘দলের পরিস্থিতি ভালো, ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা রয়েছে। আজকের অনুশীলনে ঐ খেলোয়াড়দের কোচ তাদের রিকোভারি দিয়েছেন আর বাকি যারা ছিল তাদের দিয়ে আমরা মাঠে কাজ করেছি এবং আগামীকালকের ম্যাচের বিষয়ে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস। যেহেতু আমরা এখনো উদযাপন করিনি (কোয়ালিফাই করার), আগামীকালকে ম্যাচে জয় তুলে নিয়েই আমরা সেটা করতে চাই।’

এমআর/সবা