০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবা

বাবার নামে টুর্নামেন্টে ছেলের শুভসূচনা

প্রয়াত বাবা জিয়ার নামে টুর্নামেন্টটি দাবার চাল দিয়ে উদ্বোধন করছেন ছেলে তাহসিন (ডানে)। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল ২০২৫’ খেলা ৫ জুলাই থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে। খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান।

বাংলাদেশ, ভারত ও নেপালের ৪ আন্তর্জাতিক মাস্টার, ১ নারী আন্তর্জাতিক মাস্টার ও ১২ ফিদেমাস্টারসহ ৬৬ দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রথম রাউন্ডের খেলা শেষে ২৮ দাবাড়ু স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।

প্রথম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন আফনান জারিফ হককে, আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডু ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অমিত বিক্রম রায়কে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আফজাল হোসেন সাচ্চুকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার ছায়েফ উদ্দীনকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়াকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ নারী ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী দীপ্তমান রায়কে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ রবিউল ইসলামকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ঐতিজ্য বড়ুয়াকে, নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম নিজ দেশের ক্যান্ডিডেট মাস্টার আভিক শাহকে, মোহাইমেনুল ইসলাম তাজওয়ার নাশিদকে, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ শেখ মো. খায়রুল ইসলামকে, রায়ান রশিদ মুগ্ধ কাজী আফনান রওনক আনানকে, শেখ রাশেদুল হাসান মো. হাসানকে, সাফায়েত কিবরিয়া আজান মো. নাসির উদ্দিনকে, আজরাফ আনান ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, সিয়াম চৌধুরী জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ফুয়াজুল ইসলামকে, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে, নীলয় দেবনাথ ওয়ারিসা হায়দারকে, তাশরিক সায়ান শান মো. আসাদুজ্জামানকে, নেপালের রিসান থাপা নারী ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ভারতের আরমান সিদ্দীককে, ইফতেখার আলম নাী ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে দেলোয়ার হোসেন আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে হারান। ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সঙ্গে, অনত চৌধুরী শাহিনূর হকের সঙ্গে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান আহনাফ রশিদ চৌধুরীর সঙ্গে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হকের সঙ্গে ড্র করেন।

৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

আজ (রোববার) সকাল ১০টা থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবা

বাবার নামে টুর্নামেন্টে ছেলের শুভসূচনা

আপডেট সময় : ০১:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল ২০২৫’ খেলা ৫ জুলাই থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে। খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান।

বাংলাদেশ, ভারত ও নেপালের ৪ আন্তর্জাতিক মাস্টার, ১ নারী আন্তর্জাতিক মাস্টার ও ১২ ফিদেমাস্টারসহ ৬৬ দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রথম রাউন্ডের খেলা শেষে ২৮ দাবাড়ু স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।

প্রথম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন আফনান জারিফ হককে, আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডু ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অমিত বিক্রম রায়কে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আফজাল হোসেন সাচ্চুকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার ছায়েফ উদ্দীনকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়াকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ নারী ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী দীপ্তমান রায়কে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ রবিউল ইসলামকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ঐতিজ্য বড়ুয়াকে, নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম নিজ দেশের ক্যান্ডিডেট মাস্টার আভিক শাহকে, মোহাইমেনুল ইসলাম তাজওয়ার নাশিদকে, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ শেখ মো. খায়রুল ইসলামকে, রায়ান রশিদ মুগ্ধ কাজী আফনান রওনক আনানকে, শেখ রাশেদুল হাসান মো. হাসানকে, সাফায়েত কিবরিয়া আজান মো. নাসির উদ্দিনকে, আজরাফ আনান ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, সিয়াম চৌধুরী জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ফুয়াজুল ইসলামকে, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে, নীলয় দেবনাথ ওয়ারিসা হায়দারকে, তাশরিক সায়ান শান মো. আসাদুজ্জামানকে, নেপালের রিসান থাপা নারী ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ভারতের আরমান সিদ্দীককে, ইফতেখার আলম নাী ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে দেলোয়ার হোসেন আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে হারান। ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সঙ্গে, অনত চৌধুরী শাহিনূর হকের সঙ্গে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান আহনাফ রশিদ চৌধুরীর সঙ্গে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হকের সঙ্গে ড্র করেন।

৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

আজ (রোববার) সকাল ১০টা থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

আরকে/সবা