দেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমন ঐতিহাসিক অর্জনের পর রোববার (৬ জুলাই) দেড়টায় বীরের মতো দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। দেশের ফের পর আজ (সোমবার) সকালেই ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন দুই নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।
গত রাতে দেশে ফেরার পর রাত সোয়া তিনটায় হাতিরঝিলে পূর্ব নির্ধারিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পৌনে এক ঘণ্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতুপর্ণা ও মনিকাও বাফুফে ভবনে যান।
সেখানে ঘণ্টা দুয়েকের বেশি বিশ্রামের সময় পাননি এই দুই নারী ফুটবলার। আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে ভুটানের ফ্লাইট ধরতে। এই দুই ফুটবলার ভুটানের ক্লাব পারো এফসির ক্যাম্পে পুনরায় যোগ দিচ্ছেন।
এছাড়া রুপনা, মারিয়া, শামসুন্নাহারও ভুটান লিগ খেলছেন। তাদের ক্লাব ট্রান্সপোর্ট ও থিম্পু এফসি অবশ্য দিন পাঁচেক পর নেবে। ভুটান বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার খেলছেন। এদের মধ্যে পাঁচ জনকে কোচ পিটার বাটলার জাতীয় দলে ডেকেছেন। সাবিনা, কৃষ্ণা, সানজিদা, মাসুরা ও সুমাইয়াকে কোচ বাটলার বিবেচনার বাইরে রেখেছেন।
শিরোনাম
রাতে ঢাকায় ফিরে সকালেই দেশ ছাড়লেন ঋতুপর্ণা-মনিকা
-
সবুজ বাংলা স্পোর্টস ডেস্ক - আপডেট সময় : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- ।
- 125
জনপ্রিয় সংবাদ


























