০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হেরেও সুব্রত শীর্ষে!

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল’ দাবার সপ্তম রাউন্ডের খেলা শেষে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ৫ দাবাড়ু মিলিতভাবে দুইয়ে। এরা হলেন : বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ভারতের দুই আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন ও শুভায়ন কুন্ডু। পাঁচ পয়েন্ট নিয়ে ৪ দাবাড়ু মিলিতভাবে আছেন তিনে। এরা হলেন : নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী ও নেপালের ক্যান্ডিডেট মাস্টার রিশন থাপা।

আজ বুধবার সপ্তম রাউন্ডের খেলায় মনন সুব্রতকে, কুশাগ্রা মোহন ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, তাহসিন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, শুভায়ুন ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ওয়ারসিয়া ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদকে, রিশন ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, অনত শেখ রাশেদুল হাসানকে, ফিদেমাস্টার জাভেদ সিয়াম চৌধুরীকে, তাশরিক সায়হান শান ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারকে ও মোহাইমেনুল ইসলাম আফনান জারিফ হককে হারান। সেখ নাসির মিনহাজের সঙ্গে ড্র করেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

হেরেও সুব্রত শীর্ষে!

আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল’ দাবার সপ্তম রাউন্ডের খেলা শেষে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ৫ দাবাড়ু মিলিতভাবে দুইয়ে। এরা হলেন : বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ভারতের দুই আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন ও শুভায়ন কুন্ডু। পাঁচ পয়েন্ট নিয়ে ৪ দাবাড়ু মিলিতভাবে আছেন তিনে। এরা হলেন : নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী ও নেপালের ক্যান্ডিডেট মাস্টার রিশন থাপা।

আজ বুধবার সপ্তম রাউন্ডের খেলায় মনন সুব্রতকে, কুশাগ্রা মোহন ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, তাহসিন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, শুভায়ুন ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ওয়ারসিয়া ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদকে, রিশন ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, অনত শেখ রাশেদুল হাসানকে, ফিদেমাস্টার জাভেদ সিয়াম চৌধুরীকে, তাশরিক সায়হান শান ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারকে ও মোহাইমেনুল ইসলাম আফনান জারিফ হককে হারান। সেখ নাসির মিনহাজের সঙ্গে ড্র করেন।

আরকে/সবা