০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

সেমিতে বাংলাদেশের ছেলেদের হার, সুপার ফোরে মেয়েদের ড্র

চীনের দাঝুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে জাপানের বিপক্ষে আশা জাগিয়েও পেরে ওঠেনি বাংলাদেশ। ১০ গোলের ‘থ্রিলার’ ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৬-৪ গোলে। আর বালিকা বিভাগের সুপার ফোরে কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ।

বালক বিভাগে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়েছিল লাল-সবুজ বাহিনী। সেই অগ্রগামিতা ধরে রাখে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারেও। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে সেটা আরে পারেনি। জাপানের কাছে ফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ। এখন তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেনের গোলে প্রথম কোয়ার্টার বাংলাদেশ শেষ করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ করে জাপান সমতায় ফেরানোর পর মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইউমা ফুজিওরা সমতায় ফেরান জাপানকে। ৪৭ মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনায় প্রাণ ফিরে। ৫১ মিনিটে সাসাকি সমতা ফেরানোর পর খেই হারায় বাংলাদেশ। পরে আরও দুই গোল হজম করে হেরেই যায় দল।

বালক দলের মতো বালিকা দলও জয়বঞ্চিত হয়েছে। কাজাখস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে কাজাখস্তান পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে খেলায় সমতা আনে। যদিও ৮ মিনিটে কাজাখস্তানই গোল করে ম্যাচে প্রথম লিড নিয়েছিল। ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তিশা ও রিমন শারিকা।

বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এই আসরে খেলছে। অভিষেক আসরেই তৃতীয় স্থানের জন্য লড়বেন রিমনরা। অন্যদিকে বালক দলের রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে একেবারে অন্তিম মুহূর্তে গোল দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছিল ভারত।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

সেমিতে বাংলাদেশের ছেলেদের হার, সুপার ফোরে মেয়েদের ড্র

আপডেট সময় : ০৯:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

চীনের দাঝুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে জাপানের বিপক্ষে আশা জাগিয়েও পেরে ওঠেনি বাংলাদেশ। ১০ গোলের ‘থ্রিলার’ ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৬-৪ গোলে। আর বালিকা বিভাগের সুপার ফোরে কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ।

বালক বিভাগে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়েছিল লাল-সবুজ বাহিনী। সেই অগ্রগামিতা ধরে রাখে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারেও। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে সেটা আরে পারেনি। জাপানের কাছে ফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ। এখন তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেনের গোলে প্রথম কোয়ার্টার বাংলাদেশ শেষ করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ করে জাপান সমতায় ফেরানোর পর মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইউমা ফুজিওরা সমতায় ফেরান জাপানকে। ৪৭ মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনায় প্রাণ ফিরে। ৫১ মিনিটে সাসাকি সমতা ফেরানোর পর খেই হারায় বাংলাদেশ। পরে আরও দুই গোল হজম করে হেরেই যায় দল।

বালক দলের মতো বালিকা দলও জয়বঞ্চিত হয়েছে। কাজাখস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে কাজাখস্তান পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে খেলায় সমতা আনে। যদিও ৮ মিনিটে কাজাখস্তানই গোল করে ম্যাচে প্রথম লিড নিয়েছিল। ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তিশা ও রিমন শারিকা।

বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এই আসরে খেলছে। অভিষেক আসরেই তৃতীয় স্থানের জন্য লড়বেন রিমনরা। অন্যদিকে বালক দলের রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে একেবারে অন্তিম মুহূর্তে গোল দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছিল ভারত।

আরকে/সবা