“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”, “তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে, দুর্নীতি মুক্ত দেশ গড়তে, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি বিলুপ্তির বিকল্প নেই এই ৩টি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা উপজেলায় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে পুরস্কার ও সনদ প্রদান এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদেরকে দূনীতির প্রতিরোধে কঠোর হতে হবে, দূনীতি করব না, আর দূনীতি প্রশয় দিব না এই শ্লোগান নিয়ে কাজ করতে হব। শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-চেতনা, যুক্তি উপস্থাপন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিতর্কের ভূমিকা অপরিসীম। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, ও সঞ্চয়ন চাকমা, আইসিটি অফিসার মো: রিয়াজ উদ্দিন। আলোচনা সভায় শেষ পুরস্কার ও সনদ বিতরন করা হয়।
এসএস/ সবা
























